"বাধা"
বর্ণ
তারিখঃ২৩/০৪/২০২১ইং
সময়ঃ০৫:০০ ঘটিকা
ফিরে ফিরে একটি কথা
শুধাও বারে বারে,
কোথাও আমি যাব কি না,
তোমায় কভু ছেড়ে।
ফের কখনো শুধাও তুমি
ভালোবাসি কত,
আমার জবাব হয়নি তখন,
তোমার মনের মত।
হয়নি তোমার মান ভাঙানো,
যখন থাকো রেগে,
বারান্দাতে কাটিয়ে দিতে,
সারাটি রাত জেগে।
গাল ফুলিয়ে থাকতে যখন,
আমার পাশে এসে,
বলতে তোমার ভাল লাগেনা,
একলা শুয়ে-বসে।
বিছানাতে একটি বালিশ
আমার জন্য রাখা,
তোমার বালিশ আমিই ছিলাম
আমিই ছিলাম পাখা।
নদীর সাথে মেঘের পিরিত,
দেখো বানের ছলে,
অই আকাশে ভেসে বেড়ায়,
আবার পড়ে ঢলে।
নদীর বুকেই ফিরে আসে,
হাজার মেঘের পাল,
এমন করে চলে প্রণয়,
অযুত-নিযুত কাল।
ভালোবাসি তোমায় আমি
মেঘের মতন করে
তোমার জন্য করি দুআ
জায়নামাজের পরে।
খোদার দ্বারে এক ফরিয়াদ,
একটি আশা মনে,
তোমায় যেন রাখেন খুশি
জীবনে -যৌবনে।
আমার প্রাণের আধেক তুমি,
আমি হলাম আধা,
তোমার হৃদয় আমার হৃদয়
একটি লতায় বাধা।
--------***-----***-------