আজ আষাঢ়ে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা,
থেকে থেকে পড়ছে গায়ে বাদল ছিটেফোঁটা।

এই হাসে ফের এইরে কাঁদে গগন থাকি থাকি,
ভিজে কেমন চুপসে আছে বনের সকল পাখি।

আম ফুরাল জাম ফুরাল ফুরিয়ে গেলো লিচু,
সব কাঁঠালেই পাক ধরেছে বাকি অল্প কিছু।

এ্যদ্দিনে যে গাছের সবুজ রঙটা ছিলো ফিকে,
আবার হরিৎ সাজিয়েছে ফের ধুসর পৃথিবীকে।

বলিহারির দেখছি চমক কবির লেখার খাতায়,
বাষ্প হয়ে লুটছে কেমন গাছের সকল পাতায়।

এই আষাঢ়ে চাষার ক্ষেতে আছড়ে পরে হীরে,
ক'দিন বাদেই উগরাবে ধান তারই হৃদয় চিরে।

আমার ওপর নেইক ছাতা নেইক ভেজার ভয়,
আষাঢ়ে আজ আশার আলো বর্ষে ভুবন ময়।

           ----------********----------
তারিখঃ ১৭/০৬/২০২১ ইং
সময়ঃ ১৮:০০ /মাওয়া