কিশোর আকাশে চাঁদের আলো ।
কিশোর বাতাস মলিন কালো।
কিশোর প্রাণে উদাসিন নেশা।
কিশোর মায়া পবিত্র পূর্ণ।
কিশোর বর্ণ চায় যে সাহস।
কিশোর জীবন সুপ্ত খায়েশ।
কিশোর পায় অনেক হিংসা।
কিশোর পত্রে বিষাদ ছোঁয়া।
কিশোর মনে অনেক ভয়।
কিশোর স্বপ্ন ঘুমিয়ে তো নয়।
কিশোর অল্প সল্প একা একা।
কিশোর দেখে লাবণ্য কায়া।
কিশোর আকাশে অন্য তারা।
কিশোর খুঁজছে তারুণ্য ছায়া।
তারুণ্য বুকে অনেক ক্ষয়।
তারুণ্যে একটু পাই ভয়।
তারুণ্য আনে অনেক আশা।
তারুণ্য ভাষা দুর্দিনে ঠাসা।
তারুণ্যে চায় অনেক হাঁসি।
তারুণ্যে ভালবাসা রাঁশি রাঁশি।
তারন্য মনে নেই কো ক্ল্যান্তি।
তারুণ্যে কি নেই একটু শান্তি?
তারুণ্য কাছে অনেক মত।
তারুণ্য দেখে ভুলের পথ।
তারুণ্য চায় মুক্ত আকাশ।
তারুণ্য খুলে বদ্ধ বাতাস।
তারুণ্য আঁকে অনেক গল্প।
তারুণ্যই দেখে জয়ের মঞ্চ।
তারুণ্য আমি তারুণ্য তুমি
তারুণ্য আসুক ! তুফান তুলি।