মরণ যদি ঘনিয়ে আসে
লোভের হবে মরণ
জিবন যার ফুরিয়ে গেছে
শুরু তার সে জিবন
বরণ পাপের হারিয়ে যাবে অগ্নিতে দেহ বরণ
ধারন তোমার যা হয়েছে
ফল হবে এ ধরন
পারো যত মুক্তি কর্ম
তব পার হতে তুমি করো
ধরো শত সত্য বর্ণ
মম আকড়ে এ তুমি ধরো
পারো যেটুকো ওটুকো
মনে শিক দিয়ে তুমি করো