জন্ম আমার একটি গলি-
শত মানুষের প্রস্থান-আগমন,
আমার দিকে চেয়ে থাকা আকুতি।
আমি বলিবো না আমি কে?
আমাকে চিনি নেও !
আমিও তোমাদের মাঝে একজন-
আমার রাঁত কাটে চাঁদ
.....তাঁরাদের গুনে।
দেখি যেন তারা আমাকে
ছাঁদের মত মড়ে রেখেছে;
রাখে যেন শীতের দিনে
চাদেরের মত করে।
আমার সকল কাটে,
না আমি জেগে ওঠি প্রভাতে
ভদ্রতলার বাবুদের আগে।
আমার ঘুম ভাঙ্গানোটা যেন -
সূর্যের আমাকে দেয়া আনন্দময় হাঁসি।
আমি জেগে ওঠি !
হ্যাঁ! আমি জেগে ওঠি।
আমার শখের ঝুলিটি নিয়ে।
আমার নেশাকে, আমার পেশাকে
শখের ঝুলিতে সাজাই।
ছুটন্ত গতি নিয়ে-
আমার স্তব্ধ আর্তনাদ-
ওদের অবাক মূখের দৃশ্য!
আমাকে অচেতন করে দেয়।
আমি কে?
ওরা আমাকে কি দিবে ?
আমার কি মূল্য ?
মূল্য তো পণ্যের আছে-
আর আমি তো 'টোকাই'।