ঐ বস্তির ঘরে,
প্রতিদিন কত হাজার শিশুর ক্রন্দন ।
তাই দেখে কি তোমার
দেহে আসে না স্পন্দন?
বুক চিরে দেও,না বুক চিরে খাও।
তোমার প্রতিশ্রুতি।
স্বপ্ন তোমার হয় যে পূরণ,
কে করবে তাতে ক্ষতি?
মন্তের ছলে বুকটা তোমার
অন্তরে দাও তুলে।
কাল ফুরালে গদিটা পেলে
কলিজাটা নেও কুড়ে।
ক্ষমতার ছলে ভুলে যাও তুমি,
প্রতিশ্রুতির পাতা।
উন্নায়নের নামে শুধু
প্রবণ্চনার কথা।
সেই বাতাসে নিভে যায়,
কত বস্তির ঘরের আলো।
তাদের আকাশ ছেয়ে যায়
দারিদ্রতায় কালো।
পালা বদলের ঘূর্ণিপাকে,
ফুরিয়ে আসে গতি।
নতুন ধারায় কত তুমি,
কর নব প্রতিশ্রুতি।
রক্ত চোষা প্রাণীরে ভাই!
আমার দেশের নেতা।
ভোটের জন্য হয় কিছুক্ষন
ঐ বস্তির ঘরের মিতা।
রেঁনেসার এ প্রতিশ্রুতি;
যাই করো আজ তান্ড
একদিন তুমি প্রমাণিত হবে ভন্ড
.....তুমি ভন্ড।।