স্বাধীনতার দীর্ঘ শ্বাসে
ঘটে গেছে কত কিছু ।
কে আছো জোয়ান
কি দিবে বয়ান ?
স্বাধীনতা আছে কতটুকু।
স্বাধীনতা মানে,
বাঙালি আমার অগ্নিঝরা মার্চ।
ধর্ষণে আর লুন্ঠনে
জীবন্ত- শায়িত লাশ।
বজ্রকন্ঠে কিংবা কহিবে
লাক্ষো শহীদের নয় মাস।
আমি একটু ভিন্ন মতে
তবে বলিবো না ভিন্ন কথা।
তারা স্বাধীনতাহীন নির্যাতিত
স্বাধীন ভিত্তি ভূমির মাথা।
আমি কি হয়েছি স্বাধীন!
স্বাধীন কি আমার ভূমি?
কতটুকু আয মুক্তি পেয়েছি ।
কার বুকেতে স্বস্তি!
জেগে ওঠো কোন বঙ্গবন্ধু
শপথের জোর বাণী-
বস্তিতে যেদিন স্বস্তি আসিবে
বলিও সেদিন এ কথা
আমি স্বাধীন ! স্বাধীনতা ।