আমায় তুমি একলা ফেলে
চলে গেলে কোন সে দেশে
এ অনাথের আর কে আছে
একটু কথা বলবে হেসে।
যে আঁচল ছায়ায় সপে দিয়ে
হারিয়ে গেলে অচিন পূরে,
কাল বোশেখির ধমকা হাওয়ায়
আঁচলখানি গেলে উড়ে।
এখন আমি একা ভাগ্যহত
ঘূরছি পথে আঁচল শোকে,
কেউ ছিল না সোহাগ করে
একটু আমায় টানবে বুকে।
তুমি এখন নীল আকাশে
তারার দেশে বাঁধছ ঘর,
কেমনে আমার জীবন চলে
রাখছ কি আর তার খবর ?
তুমি না হয় মরে গিয়ে
বেঁচে গেলে চির তরে,
তোমায় বিনে বেঁচে থেকে
প্রতিদিনই যাচ্ছি মরে।
বন্দর, চট্টগ্রাম
২১ মার্চ ২০০১৮ খ্রি।