স্বাধীনতার খোঁজে সেকি দেখি উন্মাদ সবে,
কোথায় পেয়েছে কে সে স্বাধীনতাকে কবে?
শুনি লোকের মুখে কত স্বাধীনতার গল্প কথা,
বিষাদ মনে খুঁজে ফিরি আমার হারানো স্বাধীনতা৷
মুক্ত আকাশেও নেই পাখির স্বাধীনতা,
ন্যায়ের পথে আজ জনতার বাকহীনতা।
বুকের ব্যাথা নিঃশ্বেষ বুকে
যাচ্ছে না বলা মুখের বুলিতে,
আম জনতা নিশ্চুপ ভয়ে
বুটের লাথি আর কামানের গুলিতে৷
আজো পথের বাকে ধর্ষিতা আমার বোন
পড়শি তা দেখে চোখ চেপে রয়,
ইচ্ছে হয় বাজিয়ে ধামামা
ভেঙেচুরে সব করি ক্ষয়৷
আজো কানপেতে শুনি রাতে
ইজ্জত হারা মায়ের বিলাপ,
হায় স্বাধীনতা, হায় স্বাধীনতা
এ স্বাধীনতায় কি লাভ?
আমি বুক চাপরে চিত্কার মেরে
বলি-আর নয় বাকহীনতা,
আবার যুদ্ধ চাই, স্বাধীনতা চাই
সত্যিকারের স্বাধীনতা৷
১২ এপ্রিল, ২০১১ খ্রি:
বন্দর, চট্টগ্রাম৷