বাস্তবতার সামনে এসে থমকে দাড়াই
আর কলম চলে না সামনে।
বুকভরা প্রেম দিয়ে চলে না জগৎ ঘড়ি।
কড়ি ছাড়া ঘোরে না ভাগ্যের চাকা ।
ফাকা পকেটে ঘরে ফিরে
মেলে না প্রেয়সীর প্রেম।
অর্থ আর স্বার্থের নেশায় বুঁদ হয়ে আছে সবে
হন্নে হয়ে ছোটে সুখ পাখির পিছু
তবু মেলে না তার নাগাল।
অবশেষে দীর্ঘশ্বাস আর হায় হুতাশ।
মুর্খেরা জানে না গুনির কদর।
মাকাল ফলের রঙে চোখ ধাঁধাঁয়
চাকচিক্য বেশে আর টাকার বিনিময়ে
চলে সম্মান কেনা বেচা।
আবেগ আর প্রেম মূল্যহীন
স্বার্থান্বেষী মানুষের কাছে।
অর্থ দিয়ে কিনতে হয়
সন্তানের মুখের হাসি।
বুকের প্রেম বুকেই সমাধিত করে
বাস্তবতার সাথে লড়ছে প্রেমিক
আর কবির মনের যত আবেগ তা
কবিতার পাতায় ফুটে থাকে
ঝরা ফুলের ন্যায়
নিঝুম রাতে কবিতাদের সাথে
চলে তার প্রেম লীলা
আবেগের দরিয়ায় তোলে মাতাল ঢেউ
বাস্তবতায় এর দাম মেলে না কারো কাছে।
বন্দর, চট্টগ্রাম
২৫ জানুয়ারি, ২০১৩ খ্রিঃ