ফাগুন, ফাগুন, ফাগুন এলো
আগুন জ্বলে রাজপথে,
দামাল ছেলে পণ করেছে
হারবো না মা আজ হতে ॥

ওরা যেই করল হুকুম
মা বলে আর ডাকতে মানা
ভাইয়েরা সেই গর্জে ওঠে
তা হবে না, তা হবে না।

ঘর ছেড়ে সব ছুটে এলো
জড়ো হলো এক সাথে ॥
দামাল ছেলে পণ করেছে
হারবো না মা আজ হতে ॥


হায়নারা যে মারলো থাবা
কাড়লো মায়ের বুকের ধন
তবুও তো হারল না’ক
মুয়ের মুখের বুলির মান

লাল হল রাজ পথের মাটি
কৃষ্ণচুড়া সেই সাথে ॥
দামাল ছেলে পণ করেছে
হারবো না মা আজ হতে ॥


বন্দর, চট্টগ্রাম।
০১ ফেব্রুয়ারি, ২০১৩