জন্ম ঃ২০ ফাগুন ১৩৯৩ বঙ্গাব্দ । পিরোজপুর জেলাধীন কাউখালী থানার অর্ন্তগত জোলাগাতী গ্রামে (মাতুতালয়)। আড়াই বছর বয়সে পিতা শাহ জাহান আলির পরলোকগমনের পর থেকে মা নাসরিন জাহানের সন্নিধ্যেই শৈশব কাটে। তারুণ্যের সন্ধিলগ্নে ও ভাগ্যের নির্মম পরিহাসে মাতৃস্নেহ হতে বঞ্চিত হয়ে ছিটকে পড়ে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর ‘মংলা’ নামক ছোট্ট শহরটিতে। শিক্ষানুরাগ ও সাহিত্য প্রেম ব্যথিত করে তোলে হৃদয়। অবহেলা আর দারিদ্রতার কষাঘাতে প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও উন্নীত হওয়ার সুযোগ মেলেনি এ ছন্ন ছাড়ার ভাগ্যে। কার্য্য অবসরের বিশ্রামই সাহিত্য চর্চা ও জ্ঞান অন্বেষণ । বাস্তবার তাগিদে ও জীবিকার সন্ধানে ছুটে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহরে। বর্তমানে বন্দর নগরী চট্টগ্রামে অস্থায়ী ঠাঁই খুঁজে পেয়েছি।
আলোচনাটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০১/২০১৫, ০৩:০৮ মি: