আমি যদি পুলিশ হতাম
তোমরা যেতে মিছিলে,
লাগত কেমন ধরে এনে
বুটের তলায় পিশিলে
অবিচারের প্রতিবাদে
তোমরা সবে ক্ষেপিলে,
লাগত কেমন অমনি কেউ
কন্ঠনালী চাপিলে ॥
তোমার একটু সর্দি হলে
মা জননীর বুক ভাসে,
লাগে কেমন যদি দেখে
তোমারই লাশ তার পাশে ॥
তোমার ভাইটি মরত যদি
বুলেট খেয়ে মিছিলে,
লাগত কেমন মরণ দেখে
দাঁত কেলিয়ে হাসিলে ॥
আমার বুকে বুলেট ছুড়ে
এবার আমায় মেরে ফেলো,
মরে মরে বাঁচার চেয়ে
মরে গিয়ে বাঁচাই ভালো ॥
বন্দর, চট্টগ্রাম
১৬ জানুয়ারী ২০১৫ খ্রিস্টাব্দ