বাজার থেকে আনলাম
কিনে মশা মারতে কামান,
তাই না দেখে হেসেই খুন
ফুফি আর আমান।
হতচ্ছারা দুষ্ট পাজি
বাপরে এমন মশা
ভ্যান ভ্যান প্যান প্যানে
যায় না মোটে বসা।
লিখতে গেলে গল্প তা
হয়ে যায় ছড়া-গান,
দল বেধে আয় কানের কাছে
সুর মিলিয়ে গাইতে গান।
মারতে গেলে থাপরটা যে
পওে শেষে নিজ গালে
সুরে সুরে গান গেয়ে সে
দিব্যি উড়ে যায় চলে ।
কয়েল কিবা এরোসলে
হয় না কাবু সে মোটে,
বরং উল্টো জ্বাললে কয়েল
ধোঁয়ার নেশায় আয় ছুটে।
এমন দুষ্ট মশা মারতে হলে
আনতেই হবে কামান,
বাগে পেলে বুঝতে তখন
ফুফি আর আমান।
১৪/বি, বহুতলা কলোনী,
আগ্রাবাদ, চট্টগ্রাম।