আমার হঠাৎ মন চলে যায়
দূরের কোন গাঁয়
খেয়া ঘাটের পাটনি যেথা
একলা ঝিমোয় নায় ।
দুপুর রোদে ক্লান্ত হয়ে
বটের ছায়ায় বসে
হেলিয়ে দেহ পথিক তার
নানান হিসেব কষে।
মন চলে যায় সোনা ফলা
ধানের ক্ষেতের কাছে
কাকতাড়ুয়ার উপর যেথা
ফিঙে-দোয়েল নাচে।
আমার হঠাৎ মন চলেযায়
গাঁয়ের পুকুর ঘাটে
ওৎপেতে রয় যেথা কোন
মাছরাঙা লাল ঠোটে।
আবার হঠাৎ মন চলেযায়
দস্যি ছেলের দলে
ভর জোয়ারে ঝঁপিয়ে বেড়ায়
নদীর গোলা জলে।
মন চলে যায় মায়ের কাছে
মন চলে যায় গাঁয়
আমার কথা ভাবছে বুঝি
এখন বসে মায় ।
বন্দর, চট্টগ্রাম।