তোমরা সবে শিখছ কত
বিদ্যে বুদ্ধি দেশ ঘূরে,
আমি নাহয় রয়েই গেলাম
বোকা এ জগৎজুড়ে।
মন বসে না বইয়ের পাতায়
বোঝে না তা মা,
কাঠাঁল গাছে শালিক পাখির
ডিম হয়েছে ছা।
ঝোপের ভেতর ডাহুক পাখি
ডিম পেরে যায় রেখে,
আমি ছাড়া ওসব বল
রাখবে কে আর দেখে।
সন্ধ্যে হলে পুকুর পাড়ে
হাসনাহেনা গন্ধ ছড়ায়,
ওরা যেন ডাকছে আমায়
অ দেখা এক হাত ইশারায়।