তোমারা যাকে বলছো চাষা
আমি বলব তাকে কবি,
তোমরা বল চষছে জমি
আমি বলব আঁকে ছবি ॥
তাহার হাতের লাঙলটাকে
বলব আমি তুলি,
ইচ্ছে মত যাচ্ছে এঁকে
আপন খেয়াল ভুলি ॥
তপ্ত রোদে মাঠের উপর
সে যে ছবি আঁকে,
চোখ ধাঁধাঁনো কী মনোহর
মুগ্ধ আমি দেখে ॥
রোদ দুপুরে গামে ভিজে
সে যাচ্ছে যখন নেয়ে,
বলব আমি মুক্ত ঝরে
তাহার শরীর বেয়ে ॥
তাকে নিয়ে গর্ব করে
বলতে পারি আমি
এ সমাজের সবার চে
তারই শ্রম দামী ॥
তোমরা তাকে বলছ চাষা
আমি বলব তাকে কবি,
প্রতি নিয়ত যাচ্ছে এঁকে
জীবন প্রতিচ্ছবি।
গোসাইলডাঙ্গা, বন্দর, চট্টগ্রাম