ফের জেগেছে বীর বাঙালীর দামাল ছেলে!
ধুনবে তুলো, ধুনবে তুলো নাগাল পেলে!
কোরাস : হায় রেরে রে, ওই কে রেরে রে
হায় রেরে, ওই কে রেরে পিছন দুয়ার,
যাচ্ছে বুঝি, মুখটা গুজি, পুচকে শুয়ার।
ওই দেখো ওই বুক পাতে বীর নলের মাথায়,
জল বিনে কী ভিজে চিড়ে শুকনো কথায় ।
গর্জে ওঠে সুর্য তেজে অগ্নি স্বরে,
পাষাণ বুলেট বৃষ্টি হয়ে বক্ষে ঝরে।
অকাতরে ঝরছে যে প্রাণ তাও হারে না
মরণদ্বোরে গায় জয়-গান বীর মরে না।
সাম্যবাদের গান গাহে দেখ্ লক্ষ তরুণ,
দ্বিগুন তেজে জ্বলছে যেন রক্তে অরুণ।
কোরা : হায় রেরে রে, ওই কে রেরে রে
হায় রেরে, ওই কে রেরে মুখটা গুজি,
ছুটছে কেবল লেজ গুটিয়ে কোন বাবুজী!!
এই যে নিয়ম চলছে যুগের চলবে আরো,
পেষণকারীর পয়না রেহাই নিজের ঘাড়ও।
৬ জুলাই ২০২৪ ইং।