আজগুবি এক প্রশ্ন ছিল
সুর্য্য কেন অস্ত যায়
পাগল বলে ঠাট্টা করে
চলে গেল ব্যস্ত মায়।
সবুজ কেন গাছের পাতা
রক্ত কেন লাল
এসব বাজে প্রশ্ন করে
শুনছি বলদ গাল।
মাঝে মাঝে চাঁদ মামাটা
কোন দেশে যায় চলে
কোথা হতে এসে আবার
দিব্যি আলো জ্বালে।
মনের মাঝে ছিল কত
আজব জানার ইচ্ছে
যুক্তি খুঁজে পাইনে মুক্তি
রূপ কথার সব কিচ্ছে।
ইচ্ছেগুলো মরতে থাকে
হয় না সাহস আর,
আজগুবি সব প্রশ্ন করে
বলদ হই বার বার ।