আয় বৈশাখ আয় নতুন দিন
স্বপ্ন নিয়ে আয় সব রঙ্গিন,
অভাব ক্লেশ সব ঘুচে যাক,
আধ মরা সব প্রাণ ফিরে পাক।
আয় স্বপ্ন পোড়া ছাই হয়ে আয়,
আয় উড়ে আয় ক্ষ্যাপাটে বায়,
অত্যাচারীর মসনদে আজ,
পড়ুক রে বাজ! পড়ুক রে বাজ!
আয় বৈশাখ আয় সবখানে,
আয় স্বাধীন চেতা সব প্রাণে,
দাসের শেকল ফেলতে ছিড়ে,
প্রলয় নিয়ে, আয় তেড়ে ।
যত মুক্তিকামী হৃদয় ব্যাথা,
না পাক বাঁধা বলতে কথা,
গান যেয়ে যাক মুক্তস্বাধীন,
উল্লাসে হৈ, তাধিন! তাধিন!
জ্বাল দাবানল অগ্নি জ্বাল,
আয় বাসুকীর ভগ্নি কাল,
বিষ বাণে সব ধ্বংস আন,
উৎপীড়কের বংশ হান।
অনিয়ম আর যুলমবাজ,
ওদের ’পর পড়ুক রে বাজ,
জালিমের ’পর খড়গ হান,
রুদ্ধ কারার কপাট ভাঙ !
মুক্ত পাখির শোনতে যে গান,
ব্যাকুল কত হৃদয় ও প্রাণ,
রুদ্ধস্বরে ফের আসুক সুর,
গান গেয়ে যাক দূর বহুদূর।
আয় বৈশাখ আয় পথ দেখা,
অসৎ ভুলে, আজ সৎ শেখা,
শুদ্ধ দিনের আজ খুলতে দোর,
আয়রে নিয়ে এক নতুন ভোর।