কোন আকাশের চাঁদ তুমি নারী
কোন আকাশের তারা হয়ে জ্বলো,
কার তরে তুমি ভালবাসা দাও
কার তরে ব্যাথা ঢালো ।
কত যে পুরুষ মনের আকাশে
চাঁদ হয়ে উঠো জেগে,
কারও বা মনের আকাশ হতে
ছুটে যাও ঝড়ো বেগে ।
কোন জনে বলও ভালবাস তুমি
কাকে দাও পূর্ণ আলো,
কারও মনে মন রেখে বলও
বেসেছ তুমি ভালো ।
চোখের চাহনি ঠোঁটের হাসিতে
পুরুষ হয়েছে খুন,
এক পথে হেটে যায়নাতো বোঝা
কখনো তোমার মন ।
যুগে যুগে যত শক্তি যোগালও
পুরুষের তরবারি,
সেওত সেদিন প্রেরণা দিয়েছে
তোমা মত কোন নারী ।
যে প্রেম গড়িল তাজমহল ঐ
সে প্রেমে ছিল নারী,
যুগে যুগে কেন ব্যবধান হল
নারীর তরে নারী ।
আজ আর সেই প্রেম কারো নেই
আছে শুধু অভিনয়,
নারী তো করেনা স্বয়ং দাতাকেও
করেনা তো কোন ভয় ।
ইসলামের ঐ পর্দা বিধান
করে বলও কত জনা,
নারীর রুপে দেখ আজি হায়
তুলেছে নিজের ফণা ।
ধ্বংসীছে তার প্রতিটি ছোবলে
ধ্বংসীছে সেই মন,
নারী তো এখন পুরুষ মনে
জ্বেলেছে নব আগুন ।
কার তরে বলও ভালোবাসা দিব
কাকে রাখিব বুকে,
হৃদয়ের মাঝে এ কোন ব্যাধি
ধীরে ধীরে গেল ঢুকে ।
হায়রে চেনা নারী
বড় অচেনা হয়ে গেলে,
পুরুষ হৃদয়ে ব্যাথা দিয়ে দিয়ে
বলনা কি সুখ পেলে ।
আজ করো উল্লাস গাও ঐ গান
যত পাও হাত তালি,
বোঝ আজ তুমি পূর্ণ হয়েছ
আসলে সবই খালি ।
তোমার গানে কুৎসিত কথা
কখনো কি শোভা পায়,
তাই দিনে দিনে পুরুষ আর নারীর
ব্যাবধান বেড়ে যায়।
আজ যত দেখি মিলে মিশে আছে
এত সব অভিনয়,
পুরুষ আজিএ সমাজে বাঁচিতে
নারীকে যে করে ভয়।
কাকে আজ বলি নারী ?
কাকে টেনে লইব এ বুকে
পুরুষের ঐ ক্লান্ত দেহ
ঘরে ফিরে এলে ভরে দেবে কে সুখে ।
যে নারীর ছোঁয়ায় পুরুষ হৃদয়ের
ঘুচিত সকল ব্যাথা,
যে নারীর যতনে পুরুষ হইত
মহা মানবের পিতা ।
আজও সেই নারী পৃথিবীতে আছে
নেই সেই অবদান,
নারীও আজি স্নেহ মমতায়
বাড়িয়েছে ব্যাবধান ।
ফিরে এসো নারী স্বরনালী যুগে
পুরুষেরে বাসও ভালো ,
আবার জ্বালাও তোমার মনে
জ্বালাও প্রেমের আলো ।
পুরুষের হাতে হাত রেখে আজি
গেয়ে ওঠো নব গান,
বাড়িয়ো না কভু পুরুষ নারী
বাড়িয়ো না ব্যাবধান ।
একদিন যারে বেসেছিলে ভালো
হৃদয় গহীন হতে,
এতটুকু বুক কাঁপেনি তোমার
তাহারে বিদায় দিতে ।
যুগে যুগে যত উন্নত হল
এই যে ধরণীময়,
এত বেড়ে গেল মানুষে মানুষে
হৃদয়ের অবক্ষয় ।
আজ করি আহবান নারী ও পুরুষ
গলা ছেড়ে এই গাও
তুমি যে সভ্য মানুষ জাতি
সেই পথে ফিরে যাও ।