আজ তোমার তরে পাঠিয়ে দিলাম
আমার ভালবাসা,
সাজিয়ে নিও নতুন স্বপ্ন
পুরন হোক মনের সকল আশা ।
কে গো তুমি কোন কারনে
হাত বাড়ালে অজানাতে,
তোমার ডাকে সাড়া দিয়ে
চলছি আমি অচিন পথে ।
কোথা যাবে কোন বা গাঁয়ে
কোথায় তোমার ঘর,
কেইবা তোমার আপন হল
কেইবা হল পর ।
চাঁদ জাগা এই মধ্য রাতে
আমায় কি গো মনে পরে,
রেখেছ কি যতন করে
তোমার মনের ছোট্ট ঘরে ।
তুমিও দূরে আমিও দূরে
তোমার মনের কল্পনাতে ,
রাখলে কি হাত আমার হাতে ।
বসলে তুমি আমার পাশে
মিললো যে মন মনের সাথে,
তুমিও ডাক আমিও ডাকি
চোখে চোখে চেয়ে থাকি,
তবুও তো হয়না মিলন
অনেকটা পথ এখনো বাকি ।
কি যে এটান হৃদয় জুড়ে
যায়না থাকা ফেলে দূরে,
নেবে কি গো কভু তুমি
তোমার বুকে আপন করে ।
যদি কভু অচিন ঝড়ে
হারিয়ে যাই অনেক দূরে,
নাই বা জ্বেলো আমার নামে
প্রদীপ তোমার মনের ঘরে ।
নাই বা নতুন স্বপ্ন দেখে
ভাল নাহি বাসলে মোরে ,
স্মৃতি টুকু যতন করে
রেখে দিও তোমার তরে।
যখন তোমার মনের আকাশ
ভরে যাবে কালো মেঘে ,
যখন তোমার মনের বাগান
ভেঙ্গে যাবে ঝড়ের বেগে।
তখন তুমি আমায় ভেবে
স্বপ্ন দেখ নতুন করে ,
আমার অবুজ ভালবাসা
রেখে গেলাম তোমার তরে।