হে পথিক একটু দাঁড়াও
কথা শুনে যাও,
আমার বুকের সব
কষ্টের কথা ।
হে পথিক একটু বসো
দেখে যাও তুমি,
আমার হৃদয়ের যত
ক্ষত বিক্ষত ব্যাথা ।
আমার ও তো আছে প্রাণ
তোমা মত দেহ,
তবে কেন শুনবেনা
এই কথা কেহ ।
আমিতো মানুষ আমার বুকে
রেখেছি গোপনে যারে,
বল হে পথিক আসবে কবে
সেই প্রিয়জন মোর ফিরে ।
এতো ভালবাসা দিয়েও তাকে
পারিনি শিকলে বাধিতে,
তার পথ পানে চেয়ে চেয়ে থাকি
দিন রাত কাটে কাদিতে কাদিতে ।
ওগো পথিক, এতো ব্যাথা বুকে জমা
শুনবে কি আজ তুমি,
তাহারে নিয়ে কত যে স্বপ্ন
দেখেছি গোপনে আমি ।
আসলে ফিরে মোর এ আঁচল
বিছাব যে তার তরে,
বেসেছি ভালো আজ নয় কাল
জনম জনম ভরে ।
কত যে আশার আলো আছে মনে
আধার কাটেনা কভু,
সব ব্যাথা মোর মন থেকে নিয়ে
আলো দাও হে প্রভু ।
জানো হে পথিক, আমার এ আঙ্গিয়া
তার ছোঁয়া পেয়ে পেয়ে ,
সেই দিন যেন সারাটা বাড়ী
সোনায় গিয়েছে ছেয়ে ।
ওগো পথিক ওগো বন্ধু আমার
যদি কোন পথ বাকে
খুজে পাও কভু তারে,
সেই দিন তুমি বলিবে তারে
আমার আঙ্গিনায়
সে যেন আসে ফিরে ।