তরিকুল ইসলাম রিয়াজ
কে তুমি বাঙ্গালী বিশ্বের কাছে
খুলেছ বাংলার দ্বার,
যার ডাকে স্বাধীন হল দেশ
মেনে ছিল ওরা হার ।
হাজারো বাঙ্গালী লক্ষ বাঙ্গালীর
জীবনের বিনিময়ে,
আমার এ দেশ সে দিন ওরাই
এনেছিল বুঝি কিনে ।
স্বাধীন হল দেশ নতুন স্বপ্ন চোখে
সাজাবে এ দেশ তুমি এখন
তোমার মত করে ।
হায়রে বাঙ্গালী ঘাতকের দল
রয়েছিল এই ঘরে,
দু চোখ তাদের বিষে বিষে
উঠে ছিল বুঝি ভরে ।
সেইত সে দিন
আধার ভরা রাতে,
তোমার জীবন ফুরিয়ে গেল
ঘাতকের কালো হাতে ।
ঘুম আর তার ভাঙ্গল না বুঝি
সে দিন সকাল বেলা,
চোখের জলে ভাসালও বাঙ্গালী
নতুন দুঃখের ভেলা ।
রবি সে দিন দেয়নি কিরণ
আকাশ মেঘে ঢাকা,
এই কি ছিল বাঙ্গালী পিতার
ভাগ্য জুরে লেখা ।
তুমি ছিলে তুমি রবে
বাঙ্গালীর ঘরে ঘরে,
যারা কেড়েছে তোমার স্বপ্ন
তারাই যাবে ঝরে ।
তুমি জন্মিলে এই দেশে
এই মাটি বুকে নিয়ে,
আজ ও এ মাটির মাঝেই রয়েছ
চিরতরে তুমি শুয়ে ।
আজও আসে সেই দিন
নেই তো তুমি
দু চোখের জল ঝরে,
তোমার সমাধিতে ফুল দিয়ে আজও
বাঙ্গালী স্বরণ করে।
তুমি বাংলার বাংলা তোমার
বাঙ্গালী তোমার ভাই,
এদেশের সকল মানুষ সমান
কোন ভেদাভেদ নাই ।
মুনাজাত তুমি করিও কবুল
খোদা তোমার তরে,
এমন মুজিব আসে যেন ফিরে
বাঙ্গালীর ঘরে ঘরে ।