আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ?
আশা করি আসরের সকলেই ভালো আছেন।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কথাগুলো সবার ভালো নাও লাগতে পারে। আমি দীর্ঘ দিন ধরে কবিতা আসরে আসি এবং আপনাদের লেখা কবিতাগুলো পড়ি।
মাঝে মধ্যে ভীষণ ভালো লাগা কবিতাগুলোতে মন্তব্য করতে ইচ্ছা করে তাই কদিন আগে একটা একাউন্ট খুলে ফেললাম।
যাইহোক এখানে কবিতা পড়তে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে, অনেক ভালো লেখায় মন্তব্য কম বা একদম নেই। আবার অকবিতায়ও মন্তব্যের ঝড় বয়ে যায়।
কিছু কবি তার কবিতায় মন্তব্য পেলে পরে, সেটার প্রতিদান হিসেবে মন্তব্যকারীর কবিতায় মন্তব্য করে (কবিতাটি পড়ে মন্তব্য করে কিনা জানি না )। তাহলে মন্তব্যের মহত্ব রইলো কোথায় ?
আপনি যদি কবিতা প্রেমী হন তাহলে কবিতাটি পড়ে মন্তব্য করবেন নিশ্চয়ই।
আপনার মন্তব্যের স্বাধীনতা আছে আমি সেটা খর্ব করতে আসিনি।  তবে মন্তব্যের বদলে মন্তব্য এখানে আমার আপত্তি। আমি আরো লক্ষ্য করলাম আমার একটা কবিতা পড়া শেষ না হতেই একজন কবি ৩/৪ টা কবিতায় মন্তব্য করে ফেলে। কবিতা না পড়ে মন্তব্য করলে সেখানে আমার ঘোর আপত্তি। আপনাদের কি মতামত এই ব্যাপারে ?
আমার এ কথাগুলোতে কেউ কষ্ট পেলে আমি দুঃখিত !
ধন্যবাদ কবি !