গান-নাসরিন সুলতানা
আমার আছে গান—
এই, গান দিয়ে তো জীবন গড়া
গানই আমার প্রাণ ।।
ঊষার প্রথম আলোর সাথে
শুনি পাখির গান।
মৌমাছি গায় গুন্ গুন্ গান
হাওয়ায় সুরের তান ।।
পাহাড় থেকে ঝর্ণা নামে
মন মাতানো সুরে—
নদীর স্রোতে কুলুধ্বনি
দূর হতে যায় দূরে ।।
মাঝির কন্ঠে ভাটিয়ালি
বাউল একতারায় ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ওই তো শোনা যায় ।।
ঘরে ঘরে শঙ্খধ্বনি
মসজিদে আজান ।
এমন মধুর ধ্বনি শুনে
জুড়ায় আমার প্রাণ ।।
বিশ্ব আমার গানের  ভূবন
সুর সাধনার ঘর ।
সবই আমার, সবাই আপন
নেই তো কেহই পর ।।


ময়নামতি—সাদিয়া খাতুন
ছোট্ট নদীর তীরে ছিল
ছোট্ট আমার গ্রাম।
ময়নামতি বন্ধু ছিল
একই প্রাণের প্রাণ ।।
সারা সকাল একই সাথে
সারা বিকাল খেলা ।
একই সাথে ইস্কুলে যাই
একই সাথে চলা ।।
হঠাৎ শুনি ময়নামতি
বাবা-মায়ের সাথে ।
চলে গেছে আমায় ফেলে
দূরের কোনও পথে ।।
সেদিন থেকে দিন কাটে না
রাত কাটে না আর—
ময়নামতি কোথায় গেল—
ফিরবে সে কি আর !
ময়নামতির  চিঠি এল
অনেক দিনের পরে ।
‘ভাল আছি, ভাল থাকিস—
আমি দ্বীপান্তরে’ ।।
........................।