সাগর-তীরে / তুহিন রায় (সপ্তম শ্রেণি)
সাগর-তীরে ঘুরতে যাই
রঙিন রঙিন পাথর পাই।।
ভাবলাম আমি ঘরে গিয়ে
বানাবো এক মালা ।
একটু সামনে গিয়ে দেখি
একটা সোনার থালা।।
সেটা নিয়ে দিলাম আমি,
আমার বাবার কাছে।
বাবা ওটা বেচে দিল
দোকানদারের কাছে।।
মা-বাবা ডেকে আমায়
দিলেন কিছু টাকা।
সেই টাকাতে কিনলাম আমি
দুটো নতুন খাতা।।
ওই খাতায় ছড়া লিখি
কত কী যে ভেবে।
মা বললো, ‘ভাত খাবি আয়
বুদ্ধি খুলবে তবে’।।
.....................................
দুঃখের সংসার / মিঠুন সমাদ্দার (সপ্তম শ্রেণি)
এখন আমি অনেক ছোট
গল্প ছড়া শিখি।
মনে আমার বড় আশা
কাব্যগ্রন্থ লিখি।
দু’ ভাই আর একটি দিদি
বাংলা স্কুলে পড়ি।
মায়ের দুঃখ ঘুচবে
যদি, বড় হতে পারি।।
পুজোর সময় সবাই নতুন
জামা-কাপড় পরে।
আমরা মরি খিদের জ্বালায়
অন্ন নেইকো ঘরে।।
বাবা যদি থাকতো বেঁচে
এমন পুজোর দিনে।
ভাল খাবার, জামা-কাপড়,
দিতেন খুশি মনে।।