জীবন:-
কল্যানী হালদার
(শিক্ষিকা,রবীন্দ্র বাংলা বিদ্যালয়,পোর্ট ব্লেয়ার,দ: আন্দামান,ভারত)
মানুষ কেন কাঁদে শুধু,
ব্যর্থ জীবন ব’লে----
মানুষ কি জানে, মানুষ কী?
আর জীবন কাকে বলে?
জন্ম হ’তে মৃত্যু, সে যে
নিত্য বিধির খেলা!
মানুষ কোথায় যায় কি জানি,
ভাসিয়ে জীবন-ভেলা?
অকূল গাঙে ভাসিয়ে তরী,
কেউ বা পায় কূল---
কূলের আশায়, কেউ বা হারায়,
ভাঙে না তার ভুল।
চাওয়া-পাওয়ার হিসাব চেয়ে
সময় ব’য়ে যায়—
পথের মাঝে পথ মেলে না,
এ কী বিষম দায়!
জীবন মানে কান্না-হাসির
দোল-দোলানো খেলা---
জীবন মানে ক্ষণেক পরে,
ঘরে ফেরার বেলা।।