পড়ার সময়: মুন্নি খাতুন
রবিবারটা খেলার জন্য
পড়ার জন্য নয়---
সোমবারে পড়লে পরে
মাথাব্যথা হয়!
মঙ্গলবারে পড়তে বসলে
অমঙ্গল হয়....
বুধবারে পড়লে পড়ে
বুদ্ধি খরচ হয়।
বৃহস্পতিবার এলে আবার
ক্রিকেট দেখার ঝোঁক--
শুক্রবারে খুব বেশি হয়
নাটক দেখার সখ।
শনিবারটা এসে গেলে
সিনেমাতে যাই---
বলতে পারো কখন আমরা
পড়ার সময় পাই??

ছুটির নোটিশ: নিবেদিতা মিস্ত্রি
ক্লাসে ঢোকেন গায়েন স্যার
হাতে নিয়ে চক-ডাস্টার--
আমাদের প্রিয় তিনি,
বাংলার টিচার।
একে একে নাম ডাকেন
এক,দুই,তিন....
বাংলা প’ড়ে ভাবি এবার
আসবে ছুটির দিন।
মনের মাঝে তখন যেন
উঠলো খুশির ঝড়---
ছুটির দিনে খেলবো এবার
গড়বো পুতুল ঘর!
এমন সময় বিধান বাবু
ঢুকে পড়েন ক্লাসে--
হাতে একটা ফাইল নিয়ে
একটু মুচকি হেসে!
পুজোর ছুটির নোটিশ ভেবে
মাতি আনন্দেতে।
টিচার বলেন রুটিন লেখো
পরীক্ষা আশ্বিনেতে।।