ফুল, পাখি, নদী, ঢেউ আজ সব বাদ,
নিয়ন আলোর পথে
জ্যোৎস্না মিশিয়ে রাতে
তৃপ্ত ফুল্ল চিতে খুশি থাক চাঁদ।
রং মাখা সং মুখে বেমানান ভ্রূকুটি,
লালে নীল মিশিয়ে
উঠুক বিষিয়ে
প্রেমিকের প্রেমে পড়ার জ্ঞাত-অজ্ঞাত ত্রুটি।
ফাল্গুন মেতে থাক আবীরে ও পলাশে,
বসন্ত রাঙালে লালে
প্রেয়সীর লাল গালে
আঁকা হোক চুম্বন রঞ্জিত আবেশে ।
ঝরাপাতা সার হোক ধরণীতে মুখ গুঁজে,
জৈবিক পুষ্টি
পেয়ে বৃক্ষের তুষ্টি
বুঝ-অবুঝের খেলা খেলুক সবুজে সবুজে।
ওদিকে -
ব্লাকহোল অন্বেষী মহাকাশ যাত্রী
স্যাটেলাইটের চোখে
নিরীক্ষা করে দেখে-
সর্বংসহা নয়; উন্মাদ ধরিত্রী।
""""""""""""""""""""""""""""""""""