মিঠে পানি বিকিয়ে যায় চিটে ধানের দামে,
তাই বিলাসী মরুর বুকে বর্ষা নিয়ে নামে।
বর্ষার শেষ ফোটা ধরতে অরন্যও বিদ্রোহে,
কূর্মবাহী নিমজ্জিত সূর্য ধরার মোহে।
কূর্মবাহীর হচ্ছে বৃথা খেচর হওয়ার প্রয়াস,
উত্তপ্ত সাহারার বুকে এক সমুদ্র তিয়াস।