তীব্র রশ্মিতে অবাক; অদ্ভুত আলো মন্ডলে
পীড়াদায়ক বটে, তবুও গায়ে মাখি;
আবশ্যিক প্রেম-পরিবৃত্তি নিয়ে ঊষা তুমি এলে
নক্ত-রঙে পোক্ত আমার রক্ত মাখা আঁখি।

বাসবে ভালো আমায়? এ রুপ স্বীকার্য?
আগমনী বার্তা দিলে গুছিয়ে নিতাম সৌর্য।
কেন করো হেন ছলনা, আমি কি তোমার পর?
গেলে ভুলে ছিলে তুমি আমার আত্মার দোসর!

এবে, তোমার রৌদ্রজ্জ্বল রুপ,
আমার শামিয়ানা টানা আঁখি;
বল প্রিয় এ অবগুন্ঠনে কিভাবে তোমায় দেখি?