রং রুটে পেয়ে স্বাধীনতা
ফেসবুক চ্যাটে প্রেম গাঁথা ,
উতলে উঠল মনের আবেগ
দেখে প্রেমের গভীরতা ।

এদিকে হাই ওদিকে হ্যালো,
মনের ভেতর গুদগুদি হলো,
ম্যাসেনঞ্জারে মন হারালো,
শুরু হলো আলাপচারিতা ।

মুখ না দেখে পিক দেখে প্রেম
ফিক্ করে সে হাসছিল,
চোখের মণি কয়লার খনি
দুধ সাগরে ভাসছিল ।

কি রাত কি দিন,
বাজে টিং টিং,
ম্যাসেনঞ্জারের নোটিফিকেশন,
রিপ্লাই দিতে দেরি হলেই-
"কি করছিলে এতক্ষণ"।

ছিলাম আমি একটু বিজি,
করছো কেন গলাবাজি,
মাথা তোমার ডাউট-সাজি
এই আমাকে লাভ করো?
আমি কি কিছু বলেছি যখন
ফোর চ্যাট-হেডে ভাব করো?

কি! এত্তো তোমার সাহস
তুমি আমাকে বল এই কথা!
তুমি কোথাকার লাটসাহেব
তোমায় সময় দেব অযথা?

ব্যস! তারপর যা হবার তাই হয়ে গেল ...
চ্যাট প্রেমানন্দে এবার হরি হরি বলো....