কুণ্ঠার মুষ্টাঘাতে উৎপীড়িত বিবেক,
খোঁজে মুখ লুকানোর ঠাঁই;
পরিবর্তনীয় পরিস্থিতিতে আমিও
গিরগিটি হয়ে যাই।
'
ডুবে থাকি, মিশে থাকি বয়ে চলা স্রোতে-
কখনো স্বচ্ছ, কখনো ঘোলাটে রঙে;
বহু পরিচিত পথ ধরে হাঁটি চিরাচরিত ঢঙে।
বড় কঠিন এই বাস্তব, তাই
চোখ মেলি না, ভোর দেখি না।
ধার করে নেওয়া কিছু রামধনু রঙে
আঁকি জল্পনা; খুঁজি আত্মপরিচয়।
'
আজন্ম লালিত স্বপ্নের ভিত ছিল যতটুকু
বাস্তবতার ঘুনপোকা কামড়ে করে ক্ষয় ;
ঝরে পড়ে আশা; ধুলো জমে স্মৃতিতে,
পশ্চিমে বসে কুণ্ঠিত চিতে প্রশ্নের উদয়
"আশা ও লোভের মাঝে ব্যবধান কতটুকু?"