আমার এখনো অনেক শেখা বাকি!
সেটা সত্যি, তবে তুমি দেখেছ কি...
স্বার্থের হাতুড়ির আঘাতে হৃদয়ের রক্তক্ষরণ;
সে ঘাতে ভেঙে যাওয়া কিশোরের মন।
শুনেছ কি তার ব্যাকুল রোদন
"থামাও এবার, অনেক হয়েছে।"
ভাব না বুঝি নিজের ভুল,
ভেবে কভু হও না আকুল,
ভেজে কি তখন আঁখি-নদী-কূল
আর চাও কি দিতে ভুলের মাশুল
যা আগেও দেওয়া হয়েছে ?
হয়েছে কি এমন তোমার সঙ্গে,
মাতিয়ে মন বিলাসিতার রঙ্গে,
ছেড়েছে অন্ধকারে-
দেখিয়ে আলেয়া,
দিয়ে মিছে মায়া
মগজ চুরি করে?
অহরহ দেখি নয়নে
ছাড়ে শিক্ষা দারিদ্রতার কারনে,
ছাড়ে কি কেউ সে অমূল্য ধন
হারিয়েও ফিরে পেলে ?
কেউ যদি পেয়ে থাকে, কভু যেন না ছাড়ে।
শুনেছ কি কভু উপকার করে
কৃতজ্ঞ করার বড়াই ?
করেছ কি কভু জলে বাস করে
কুমিরের সাথে লড়াই ?
কুকুরকেই কভু খাবার দিয়ে প্রভু
করে কি লাঞ্ছনা?
নাকি দুর্বল স্থানে আঘাত হানে
বাড়াতে যন্ত্রণা ?
দেখেছ কি ফুলের যুদ্ধ ঘোষণা,
যখন অলি আর তার মধু চায় না ?
শুনেছ কি সেই ফুলের ব্যথা,
অলির প্রতি তার যত কথা,
দেখেছ কি তার ম্লান নীরবতা
আর একাকীত্বের যন্ত্রণা?
হ্যাঁ, দেখেছি আমি অনেক চরিত্র,
চরিত্রের বিচিত্র, জীবনের বৈচিত্র্য।
তোমাকে জানায় এই পবিত্র -
আমি দেখেছি ঐ সব;
শুনেছি অকথ্য, অশ্রাব্য কলরব।
আমি দেখেছি , কোলের শিশু
কোল ছেড়ে খোঁজে কামছত্র,
অপরিণত কলি খোঁজে অলি
যার হয়নি মধুপাত্র;
সে সবে কলি মাত্র ।
দেখেছি কলিকে ফোটার আগেই
ভ্রমরের স্বাদ পেতে,
দেখলে স্বচক্ষে তুমিও বিস্মিত হতে।
পুজার ফুলকে দেখেছি আকুল
চয়নিত হওয়ার ব্যাথায়!
কেউ অনাকাঙ্খিতে ঢালে মকরন্ধ
কেউ কাঙ্খিত দেবতায়।
দন্দে পৃথক ভাই ভাই, দেখেছো সবাই;
মা'ই সেই দন্দ বাধায় তা বুঝি দেখা নাই।
অনেকেই এই পৃথিবীতে একা,
এমন কি তোমার আছে দেখা-
সবার মাঝে থেকেও একা,
কেবল মানিয়ে চলে;
স্বপ্ন দেখেনি, দেখিয়েছে
মন ভাঙেনি কেউ, ভেঙে গেছে
অনিচ্ছাতেও পড়ে রয়েছে
সবাই সুখী হবে বলে ।
তবুও হায়! পোড়া কপাল;
তাতেও আমি ব্যর্থ ,
কলুর বলদ এই জীবন
যার নেই কোন অর্থ।
এম.এম. দত্তের সাধ মিটেছে
দেখে বাংলার চেহারা,
এতো কিছু দেখেও আমার
থামেনি সাধের ফোয়ারা ।
এ জীবনের অর্থ কি
তাই এখানো জানা বাকি...
তারপরেও আরো আছে কত কি...
সত্যি! আমার অনেক শেখা বাকি .......
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
#রকি
11:54 pm
31-08-15