একটা দীর্ঘশ্বাস; ব্যস্! সব পরিষ্কার।
আলোতে লুকিয়ে ছিল অথই আঁধার।
নিঃস্বতায় উদ্ভাবন, নিঃস্বতায় শেষ;
জ্যোতিষ্ক গণনা ভুলে বিনুনি করি কেশ।
অধরা সে, আভিজাত্য তার আভূষণ,
সঙ্গম-অন্তে গণিকা নিষ্প্রয়োজন।
অনন্তের পথিক, অন্তহীন পথচলা;
সূর্যাস্তের অপেক্ষায় অপচয় বেলা ।
মরীচিকা সে, যাবে না ধরা তারে,
কি আশায় বাঁধি নীড় চোরাবালি-চরে ?
রিক্ত হাতে তিক্ত মনে ছিল আগমন,
নাট্য-কাল-অন্তে হবে তেমনি গমন ।
রঙ্গমঞ্চের অভিনয়ে মিছে হাসি কান্না,
যা নিয়েছ, তা দিয়েছ, কিছুই আপন না।

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆