যখন
নীলিমা মাঝেও অর্ক জ্যোতি পায় না প্রকাশ;
সমাগত প্রলয় দেখে অরিত্র চায় অবকাশ।
পৃথিবীর লাবণ্য ভেসে যায় বিপ্লবের বন্যায়,
শুভ শক্তি ভুলে ভক্তি জাগে অশুভের পুজায়।
চিত্তরঞ্জনে মাতে সব পচা আনন্দের উৎসবে;
প্রশান্ত সাগরও গর্জে ওঠে অশান্ত কলরবে।
সিদ্ধি, সম্প্রীতি ও শান্তি ফেরাতে ব্যর্থ চণ্ডীপাঠ;
গৌড় ও কৃষ্ণের যুদ্ধ দেখে পুলক লাগায় কপাট।
যখন, নিরঞ্জন নীলকণ্ঠ হয়ে,
টিমটিমে আশা প্রদীপ জ্বালিয়ে,
পবিত্র-প্রণব জপে সোনালী ঊষার প্রতীক্ষায় !
তখন, এই বকলমের কলমও অমিত ব্যয়ে
রক্ত ঝরাতে চায়।