কবিতার এক গল্প শোনাই,
জমেছিল কিছু মেঘ বর্ষার আশায়।
ঘুরেছে, আজও ঘোরে মেঘ
ভেসে দেশে দেশে ;
ডাকে নি চাতক কোনো
তাকে ভালবেসে।
তবু সেই মেঘ উড়ে বেড়ায়
চাতকের আশায় ।
উড়ে যায় শূন্যে, নেই
চাতকের দেখা,
জানে না সে কি আছে
কপালেতে লেখা।
চাতকের ভালোবাসা
পাবেই সে মনে আশা,
বিনা ভরসায়।
অনেক মাটি পায় সে
কেউ শুকনো, কেউ ভেজা
কেউ বলে,"যা উড়ে"
কেউ বলে,"জল দিয়ে যা".......
মেঘ শুধু খোঁজে তার চাতক কোথায়।