বলি, ও লো রাধিকে,
শ্যাম নাকি তোর হৃদয়ে থাকে,
তবে কেমনে আপন চরণ
কেমনে আপন চরণ ধরাইলি তাহাকে।
ও লো রাধিকে..........

কেমনো তোর অনুরাগ, কেমনো তোর মান,
ভালোই যদি বাসিস্ কেন করিস্ অপমান।
বলি, তার বুঝি কাঁদে না পরাণ
তার বুঝি কাঁদে না পরাণ তোর দেওয়া এত দুঃখে।
ও লো রাধিকে..........

শুনলি না তার কোন কথা, কতো বন্দনা,
এত কিছু করেও শ্যাম তোর মন পেল না ,
দিতে বুঝি এই যাতনা
দিতে বুঝি এই যাতনা ডেকে আনালি তাকে।
ও লো রাধিকে..........

ভাব জানে না পবিত্র, তার অপবিত্র মন,
কিছুই জানে না সে তোর প্রেমের ধরন,
ও তুই, দূরে ঠেলে হৃদয়-রতন
দূরে ঠেলে হৃদয়-রতন নিজেও কাঁদিস্ কোন সুখে।
ও লো রাধিকে..........