সারমেয় প্রিয় এ সভ্যতায়-

ক্ষুধার্ত স্বজাতি অবহেলিত, আয়েশে পায়েস পায় পোষ্য;
সন্তান লালনে জননী নিঃসৃত, পয়-অভিষিক্ত হয় অশ্ম।

পোষ্যের সাথে প্রাতঃ ভ্রমন, পরভৃৎ গৃহে পিক-শাবক;
পিতামাতার স্থান বৃদ্ধাশ্রম; পোষ্যের তরে সুগন্ধি পাবক।

প্রমত্ত-প্রণয়-মত্ত ইঁচড়-পক্ক চুচুক-চোষক, মত্ত মাদক উৎসবে।
উপেক্ষিত আত্ম-স্বত্বা ধায় অধিক্ষিপ্ত অন্তক-কালের কলরবে।

অধ্যেতা লিপ্ত প্রতিষ্ঠার প্রতিযোগীতায়, ব্যগ্রতা নেই জ্ঞানে।
গুরু জ্ঞান সংরক্ষিত লিপ্সুতার সিন্ধুকে আর দর কষে নিলামে।

সম্পর্ক নতজানু স্বার্থ ও সন্দিগ্ধতার সন্নিকটে, ভালোবাসা চেতনহীন।
প্রেম-পণ্য বিক্রি হয় পার্কে, হোটেলে, দেহ-হাটে; নতুন খদ্দের প্রতিদিন।

সর্বত্র প্রচলিত নীচতার প্রতিযোগীতা; উঁচুতে চড়ার সখে;
ধিক্কার! ধিক্কার এই সারমেয় প্রিয় সভ্যতা; ধিক্কার তোমাকে।