নিঃস্ব আমি
         বিশ্ব মাঝে
                শিষ্য হব কার?
সব গুরুরই
       ধান্দা কেবল
                পকেট ভরবার।

স্কুলেতে
       মাষ্টার মশাই
                  ব্যস্ত নিয়ে ফোন;
ক্লাস থেকে
        বেরিয়ে পড়েন
                   পড়িয়ে কিছুক্ষণ।

গেলে টিউশন
            দেন টেনশন
                   পেরিয়ে গেল মাস;
করি ভাবনা
          আর হবে না
                   সরস্বতী গৃহে বাস।

শিক্ষা গুরু
          দীক্ষা গুরু
                   ধর্ম গুরু যত,
এদের স্বভাব
           চরিত্র ঠিক
                    ভিখারীদের মত।
পেরোতেই বছর
            পাঠায় খবর
                      কোথায় দক্ষিণা;
কেউ মাসে মাসে
            বাড়িতে এসে
                   নিয়মিত দেয় হানা।

দেখলাম ভেবে
          টাকা ছাড়া ভবে
                 ভালো শিক্ষা হয় না;
ধন না থাকলে
             মান থাকে না,
                  বৃথা শিক্ষার বায়না।

তবে, বিনা ধনে
        যেখানে সেখানে
              পাওয়া যায় যে শিক্ষা,
অপছন্দ হলেও তাকে
              বলে উচিত শিক্ষা।