ভাবের ঘরে ভাবের অভাব
ভাব জমেছে মনে;
ভাব্য ভাবের আদান প্রদান
করব কাদের সনে?
কি ভাবে কোন ভাব মেলাবো
কোন ভাবে কোন সুর,
কোন ভাবকে সঙ্গী করে
যাব অচিন পুর?
ভাবই ভাবায় ভাবের তরে
ভাব করেছি সার,
ভাবের সাথে ভাব করতে
সৃষ্ট এ সংসার।
ভাবের পাগল, ভবের পাগল
পাগল বিশ্বজোড়া,
ভবের পরে ভাব না থাকলে
নাড়বে কে তোর কড়া ?
ভাবের জন্য ভবের পরে
ভাবে ভাবে আছি,
ভাবের দ্বারা জন্মেছি, তাই
ভাবের জন্য বাঁচি।
তবু, ভাবের মানুষ চিনলাম না
এই ভবের বাজারে-
কোন ভাব কোন ভাবের সাথে
ভাব সঙ্গ করে ?
ভাব নিয়ে কতো ভাবের ভাবনা
ভেবেই শেষ হয়না,
ভাবের সাথে ভাব না মিললে
ভাব আর থাকে না !
ভাব নিয়ে ভাব যত পারিস্
ভাবই সর্বসার,
ভাবের সাথে ভাব মিললে
ভাবনাই নাই আর !
ভেবে ভেবে ভাবুক মন
ভাবে যাবে হারিয়ে,
ভাবের ভেলায় ভব সাগর
ঠিক যাবি পেরিয়ে।
ভাবেই সৃষ্টি, ভাবেই স্থিতি
ভাবই করে প্রলয়;
ভাব, ভাব, ভাব, ভাব নিয়ে ভাব
ভাব কাহারে কয়?