শ্যাম সুন্দর, শ্যামা সুন্দর,
শূন্যে সুন্দর শশী;
ধরণীর বুকে সবচেয়ে সুন্দর
শিশুর মুখের হাসি।

নিষ্পাপ তার নয়ন আর
জ্যোতির্ময় বদন;
তাকালে তার মুখ পানে
হয় সব দুঃখ দমন।

অতঃপর সুন্দর লাগে
ভাইয়ে ভাইয়ে মিল,
ভাইয়েরা এক থাকলে
আসান সব মুশকিল।

সত্যনিষ্ঠ একতায় থাকলে
সব ভাইগনে,
অনিষ্ট করতে সাহস
পায় না শত্রুগনে।

গৃহে থাকে সুখ শান্তি
আর লক্ষীর আখড়া,
বলি তাই ভাই ভাই কভু
করো না ঝগড়া।

দেখতে সুন্দর প্রস্ফুটিত
পুষ্পের শোভা,
গোলাপ, বকুল, পদ্ম,
যূথিকা, জুঁই, জবা।

কেউ মালা হয়ে দোলে
কেউ শোভিত খোঁপায়;
কারো স্থান ফুলদানি
কারো দেবালয়।

ঝরা ফুলের পোড়া কপাল
ধুলোয় লুটায়,
পবিত্র তাদের মত
রয়েছে ধরায়।