পৃথিবীর এই রঙ্গমঞ্চে চলছে কত পালা;
সুখ, শোক, রোগ, দুঃখ, ব্যথা, অনুতাপের জ্বালা।
ত্যাগ, স্বার্থ, দান, ছিনতাই, রাহাজানি, খুন, মামলা;
দাবি-দাওয়া-চাওয়া,পাওয়া-না পাওয়া, তর্ক-যুদ্ধ-হামলা ।
রাগ-অনুরাগ, মান-অভিমান, দ্বেষ-বিদ্বেষ-ঘৃণা;
হিংসা, হাসি, কষ্ট, খুশি, বড়াই,  নিন্দা, কান্না।
হারিয়ে যাওয়া আনন্দ আর তলিয়ে যাওয়া দুঃখ;
কুড়িয়ে পাওয়া পরের ধনে জুড়িয়ে নেওয়া বক্ষ।
এ কূল ভেঙে ও কূল গড়ে দু'কূল মাঝে ভাসা;
মুকুলেতেই শান্ত করা বিপুল ক্লান্ত-আশা।
ছোট ভুলের মাশুল দিতে সর্বনাশা ডাকা;
মন মিলিয়ে সব বিলিয়ে অবশিষ্ট ফাঁকা।
চলছে কত নতুন পেয়ে পুরানো অবহেলা;
প্রমোদ-মগ্ন নগ্ন-চিত্তের নিত্য নতুন খেলা।
না ফুরোতেই পাওয়ার খুশি অভাব শোনায় গান;
ভোরে ফোটা সদ্য পাপড়ী সন্ধ্যাতে হয় ম্লান।
হতাশাতে ক্ষত কত শত আশার বুক।
কারো চোখে প্রজ্বলিত জয়ের গর্ব-সুখ।
নিকৃষ্ট উচ্চাকাঙ্ক্ষী লোভী সাজায় ষড়যন্ত্র,
সরলের মাঝে গরল দিতে কুটিলে গায় মন্ত্র।
ঐশ্বর্যের আতিশয্যায় থাকছে কেউ শায়িত,
নুন আনতে পান্তা কারো ফুরায় অবিরত।
দিব্য রথে আরোহিত কেউ,ছোঁয় না মাটি পা;
কাঁটার বনে হাঁটছে কেউ আর খাচ্ছে কাঁটার ঘাঁ।
সোনায় ঢাকা সর্বাঙ্গ কারো সোনার সুপতলি;
সোনার জন্য সোনার সংসার হচ্ছে কানাগলি।
শিক্ষা নামের পর্বতচূড়ায় কারো পদ অঙ্কিত;
দারিদ্রতার হিংসাতে কেউ শিক্ষাতে বঞ্চিত।
শিক্ষা-গরুর ব্যবসা করে সুশিক্ষিত গাধা;
বিত্তশালীর গোয়ালে রয় শিক্ষা-গরু বাঁধা।
শিক্ষা-গরুর দুধ মথে কেউ বানায় জ্ঞানের ননী;
শিক্ষা-গরুর ঘাড়ে চেপে কেউ দিন করে রজনী।
প্রজার চিন্তায় রাজার কাটে নিদ্রা বিহীন রাতি;
ক্ষেপলে প্রজা, নামবে ধ্বজা, মিটবে চড়ুইভাতি।
সঙ্গে নিয়ে উজির, নাজির, সৈন্য, সেনাপতি;
কিভাবে আসনে আসীন রবে ভাবেন রাজ্যপতি ।
সৈন্যরা সব বাঁধন ছাড়া রাজার পোষা ময়না;
সরষে দানা খেতে দিলেই আর্জি নালিশ রয় না।
যে সরষে ভূত ছাড়াবে সেটাই ভূতের আসন;
লঙ্কাতে যে রাজা হয় সেই হয়ে যায় রাবণ।
পালন-নীতির রাজনীতিতে অর্থ-প্রীতি  ভরা;
ছাই লাগিয়েও শিঙি মাছদের কষ্টসাধ্য ধরা।
বিজ্ঞানীদের রঙ্গ দেখো কতই না বাহার;
নিত্যি নিত্যি কত প্রযুক্তি করছে আবিষ্কার।
উড়ছে নভে বিমান,রকেট,মঙ্গলে রাখে দৃষ্টি;
রাডার স্কেলে দেখছে কখন হতে পারে ঝড় বৃষ্টি ।
কখন হবে ভূমিকম্প, কখন সাইক্লোন,
সবার কাছে বার্তা দিচ্ছে রেডিও টেলিভিশন।
এক-বিংশ শতকের কিছু মস্ত আবিস্কার -
ইন্টারনেট,মোবাইল ফোন, আর মিনি কম্পিউটার।
শুধুই নয় কথা বলা,
যাচ্ছে দেখা হাঁটা-চলা ভিডিও কলিং-এ;
কাজের ফাঁকে গল্প কর অনলাইন চ্যাটিং-এ।
তথ্য প্রযুক্তিতে এদের অপরিসীম ভূমিকা,
শব্দ, চিত্র, নথি-পত্র সহ পাঠানো যায় টাকা।
কম্পিউটার ও রোবটের হয় না তুলনা,
দুঃসাধ্য সব কাজ করে যা মানুষ পারে না।
বিজ্ঞান আবিষ্কৃত অস্ত্র অ্যাটম মিসাইল,
ফাটবে যেথা নামবে সেথা কেয়ামত-আজরাইল।
উর্দ্ধে ওড়ে যুদ্ধ বিমান, জল তলে সাবমেরিন;
বন্দুকের গুলিতে মানুষ মরছে প্রতিদিন।
এক মানুষে ধর্ম গড়ে এক মানুষে ভাঙে;
এক মানুষে ধর্ম ব্যবসায় চড়ে বসে চাঙে।
এক মানুষে ধর্মের নামে স-ব দেয় অঞ্জলি;
এক মানুষে ধর্ম রাখতে দিচ্ছে প্রাণের বলি।
এক মানুষে ভালোবেসে আপন করে মানুষ;
এক মানুষে ফানুস ভেবে উড়িয়ে দেয় মানুষ।
মানুষই গড়ে, মানুষই করে সকল কিছু নষ্ট;
কি বলি তাই, পড়েছি দ্বিধায়, শ্রেষ্ঠ না নিকৃষ্ট।
যতই মোরা চিৎকার করি বদলাবে কি হাল?
রঙ্গমঞ্চের নিত্য নাটক চলবেই চিরকাল।
রক্তবীজের রক্ত থাকতে ধংস হবার নয়;
আশা শুধু এই, এরই মাঝেই সত্যের হোক জয়।

        মান + হুষ = মানুষ'এর জয় হোক।