চেতন প্রেমের চৈতন্য চলে গেছে,
প্রেমের ঠাঁই তাই পার্কে,
সহানুভূতিশীল দেবতা কুঁজো হয়ে
সম্বল করেছে লাঠিকে।
হিংস্র দানবের নখ বাড়ছে-
শিকার করলেও ক্ষুধা মিটছে না,
স্বজাতি সহ স্বীয় অঙ্গ দ্বারা
তৃপ্ত করছে নব স্বাদের তৃষ্ণা।
সূর বীপরীতে প্রদর্শিত হলেও
বেলা এখনো অনেক বাকি,
এখনও সোয়া চার লক্ষ বছর,
তারপর যদি আসে কল্কি।
তত দিন ধৈর্য ধরে সহানুভূতিশীল রও,
মাথা ফাটিয়ে প্রেম বিলাও,
আর প্রমোদ-মগ্ন নগ্ন-চিত্ত দ্বারা
ধর্ষিত হয়ে যাও।
কিছু বললে শুধু বলো "ছিঃ ছিঃ...."
এর চেয়ে বেশি আর কিছু বলার আছে কি?
থাকলেও বলা বারণ, শান্তি বজায় রাখো;
সস্তায় কেনা বস্তা দিয়ে ধর্ষিত দাগ ঢাকো।
অপেক্ষা করো, মুছে যাবে সব;
সময়ের স্রোতে নীরব হবে গ্লানিকর কলরব।
বেশ তো চলছে, চলুক না....
দূরের দানব পরের খাচ্ছে, পরের খেয়ে থাক্ না।
আমি শান্তিপ্রিয়, প্রেমাবিষ্ঠ, পদনিষ্ঠ ভদ্রপ্রাণী,
ব্যক্তিত্বময় চাউনি ছাড়া আর কিছু কি আমি জানি ?