এসো হে জননী আমার বারিধরা বরষা,
অভাগার ফেরাতে ভাগ্য তুমিই ভরসা ।
যে ধরণী থাকে সদা সবুজ শাড়ি পরা।
তোমা বিনে ফাটা তার বুক, লেগেছে খরা?
"মেঘ দে, পানি দে" গান গাইছে ছেলের দল,
কাঁদা ছাড়াই নাচে ওরা, কোথাও নেই জল।
ভোটের আগে আশ্বাস বচন দিয়েছিল নেতা,
খাল কেটে জল আনবে ওরা নদী থেকে হেথা ।
সে ভোট গিয়ে এ ভোট এলো, হয়নি তাদের কাল,
মাটি ফেটে এখন মাঠে লক্ষে লক্ষে খাল।
হাড় দেখিয়ে হাঁ করে আছে হালের দুটো বলদ,
উর্দ্ধমুখে চেয়ে থাকে, কখন ঝরবে জলদ।
জল বিনে মোর শীতের দিনে হয়নি'ক সরিষা,
গতবার তোলা ধান আধা গোলা, তাও হয়ে এলো ফর্সা।
নুনছেটা কভু আধপেটা খায় মোর জাদুবাছা গুলো,
শু'কে শীর্ণকায়, চোখে গোনা যায় পাঁজরের হাড়গুলো।
তোমার শুভ্ররুপের হাসি আমার হলো সর্বগ্রাসী,
আসোনি বলে বিনা জলে হলেম বানভাসি ।
আর কতদিন খেলবে তুমি উড়ু উড়ু খেলা,
খেলা ভুলে কালো করো সাদা মেঘের ভেলা ।
গুড়ু গুড়ু গর্জে এসে ঝরাও মাগো বৃষ্টি,
খরা লাগা মরা ধরায় ফেরাও তুমি সৃষ্টি ।