ভীড় ভরা স্থির পথে হাঁটছি একা একা,
ব্যস্ত মস্তিষ্ক আর হৃদয় স্বপ্ন-মাখা।
মনে আঁকা মুখগুলোয় ,
স্তর পড়ে গেছে ধুলোয়,
প্রীতিভরা স্মৃতিগুলোও
অবস্বাদ-মাখা।
বায়ুযানের এ শহর,
বিরাম দেয় না প্রহর,
সকাল, দুপুর, রাত, ভোর
কাজে কাজে ঢাকা।
দেখি কি না দেখি আলো ,
রাত পেরিয়ে সকাল হলো ,
বিদায় দিয়ে স্বপ্নগুলো,
বাস্তবে পা রাখা ।
ছুটতে হবে ধুম্রশ্বাসে ,
আগুন ঝরা গ্রীষ্মমাসে,
সময়ে পৌঁছানোর আশে,
ঝাপটে চলি পাখা।
দাপটে কভু যাচ্ছি আগে,
আসন নেব অগ্রভাগে,
কখনো বা হঠাৎ জেগে,
রুখে দাঁড়াই একা।
কখনো বা দল করে বল,
বিপক্ষকে করছি বিকল,
ছুটছি নিয়ে শক্তি শিকল,
স্থাপিত করতে আকা।
ব্যস্ততার অবসরে সরিয়ে ধুলোর স্তর,
রাখলে চোখ এক পলক স্মৃতিপটের পর-
ক্লান্ত তনুর শ্রান্ত মন উদাস হয়ে যায়,
ফেলে আসা দিনগুলো ফিরে পেতে চায়।