ছিঁড়বে বলে পুরোনো সেতার
দুঃখ করিস্ না;
ছিঁড়লে ছিঁড়ুক, তাই বলে
তোর সুরকে ভুলিস না ।
সঙ্গ যদি না দেয় কেউ
গেয়ে যাবি একা;
সুরের মাঝে পাবি খুঁজে
সঙ্গী সাথীর দেখা।
দুঃখ কিসের ছিঁড়ল সেতার
বাজিয়ে করুণ সুর;
সুখের জন্য কাঁদবি যত
সুখ যাবে তত দুর।
সুখের কারণ কাঁদতে বারণ
করেছে কামিনী রায়;
সুখ তো সীতার সোনার হরিণ
তাকে কি ধরা যায়।
সুখ ছেড়ে সুর
কর ভরপুর
হৃদয় বীণা মাঝে;
সুরের ছন্দ
জীবনের আনন্দ
পাবি কেবল কাজে।
কর্মই ধর্ম
জানো কি মর্ম
কাজেই মেলে সুখ;
মন হয় মগন
কাজেতে যখন
থাকে না কোনো দুঃখ ।