আরো একবার আমি কবি হতে চাই,
শব্দে কলমে আঁকবো তোমার প্রতিচ্ছবি।
যার সৌর্যালকে পুলকিত অন্তঃপুর-অন্ত;
দর্পানলে হিয়া দহে নিরবধি।
আরো কিছু বার আমি লিখে যেতে চাই
তোমার অনুভূতি, রূপ-রস-সুধা-গন্ধ;
ছন্দে বা দ্বন্দ্বে কাটানো যত দিন,
বিরহের সুখ কী, মিলনে কী আনন্দ!
আরো একবার আমি ভাঙতে দিতে রাজি
হৃদয়ের অলিন্দ-কোষ, রক্তকনিকা;
অধরা গো, হারিয়ে ফের খুঁজবো তোমাকে
না হয় না হবে শেষ বিরহ যবনিকা।
আরো শতবার আমি কবি হতে চাই,
কাঁদুক আমার কলম তোমাকে ভেবে ভেবে।
একবার, শুধু একবার আমি প্রেমিক হতে চাই-
যে বিশ্বের সব প্রেম তোমায় ঢেলে দেবে।