হে মহা জীবন, এ কি কৃপণতা তোমার!
বহমান জঙ্গম-দিন, শিথিল চরণ;
অযত্নে স্মৃতি পাতা হলুদ, অসার
চোখ ঢেকে রাখে দায়-দায়িত্ব আবরণ।
আত্মিক স্বাদের ক্ষুধায় অতৃপ্ত রসনা
হাহাকারে হা করে মেলে ধরে মুখ।
দায়চাপা চোখগুলো দেখেও দেখে না,
দীর্ঘশ্বাস ফেলে হাঁটে সম্মুখ।
আলোর কিরণ রোজই কড়া নাড়ে দ্বারের,
শালিকের ঝাঁক সুরে শোনায় অভিযোগ।
দায়চাপা চোখে ফোটে চশমা, বাহারের
তালে মিলে কাল যাপন; এক নতুন উদ্যোগ।
আলো বনের গহনে আর হয়না পথচলা,
আবহ বায়ু টানে পাল বদলেছে দিশা;
বিবর্তিত জীবন দেখে বিমুগ্ধ কবি
শব্দ ভুলে মৌন, যেন হারিয়েছে ভাষা।
হে মহা জীবন, করুণা দেখিনা তোমার
দিশাহীন ব্যাকুলতা ভরা চারিদিক;
প্রেমে প্রত্যাশা নিয়ে সব ঘোরে দ্বারে দ্বারে
বিলোবার তরে কোথাও নেই কি প্রেমিক?